ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।
স্বপ্নের ফেরিওয়ালা September 18, 2019 7,190
চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি February 24, 2019 3,595
একলা আমি ॥ এসপিএস শুভ February 10, 2019 4,473
স্বপ্নকাব্য - এসপিএস শুভ January 16, 2019 4,398
যদি তুমি চাও December 9, 2018 5,057
দোলনচাঁপার মায়াটান December 2, 2018 2,628
ভালোবাসার রাজপুত্র November 19, 2018 4,904
আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি October 6, 2019 5,105
ছেলেবেলা ॥ এসপিএস শুভ April 23, 2019 7,023
হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ April 13, 2019 5,560