প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে
তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া ।
দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ ;
জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া ।
চেতনা আমার কল্যাণ-রস-সরসে
শতদল-সম ফুটিল পরম হরষে
সব মধু তার চরণে তোমার ধরিয়া ।
নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
উদার উষার উদয়-অরুণ কান্তি,
অলস আঁখির আবরণ গেল সরিয়া ।
স্বপ্নের ফেরিওয়ালা September 18, 2019 7,190
চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি February 24, 2019 3,595
একলা আমি ॥ এসপিএস শুভ February 10, 2019 4,473
স্বপ্নকাব্য - এসপিএস শুভ January 16, 2019 4,398
যদি তুমি চাও December 9, 2018 5,057
দোলনচাঁপার মায়াটান December 2, 2018 2,628
ভালোবাসার রাজপুত্র November 19, 2018 4,904
আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি October 6, 2019 5,105
ছেলেবেলা ॥ এসপিএস শুভ April 23, 2019 7,023
হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ April 13, 2019 5,560