নারী
Foysal Ahamed Siam
নারী, তোর বুকের ভাঁজে
জর্দা মাখা পান
একাই খাবো মাদকতায়
জুড়বো দেখিস গান
নারী, তোর চুড়ির ছটায়
হৃদয়টা খান-খান
নারী, তোর ঊরুর চাপে
আহ্লাদে আট-খান
নারী, তোর ভেজা ঠোঁটে
কমলা লেবুর ঘ্রাণ
তোর তরেতে জীবন বাজি
দিতেও রাজি প্রাণ।।
Login | Sign Up |
নারী
Foysal Ahamed Siam
নারী, তোর বুকের ভাঁজে
জর্দা মাখা পান
একাই খাবো মাদকতায়
জুড়বো দেখিস গান
নারী, তোর চুড়ির ছটায়
হৃদয়টা খান-খান
নারী, তোর ঊরুর চাপে
আহ্লাদে আট-খান
নারী, তোর ভেজা ঠোঁটে
কমলা লেবুর ঘ্রাণ
তোর তরেতে জীবন বাজি
দিতেও রাজি প্রাণ।।