এতগুলো পূর্ণিমায় তোমাকে যে
সমুদ্র জোয়ার সমতার গল্প শোনালাম !
তবু শরৎরাতে জ্যোৎস্নার অই কাশবন
কোমল হাওয়ায় কেন অগোছালো হয়ে উঠে?
এতগুলো স্বপ্নরঙ্গীন রোদ্দুর সকাল নিয়ে তোমাকে বলেছি
তোমার সাড়া পেলে সকাল থেকেই স্বপ্নবুনন শুরু হয়।
তবু ছন্দ রাখা কিছু টলোমলো সময়
পেরিয়ে প্রায়ই দেখি সেই অন্ধ সকাল।
বোধহয় তোমার চেতনা হ্রাস পায়
তুমি ছন্দ হারাও স্মৃতি লোপে।
আবেগের ব্যাকুলতাগুলো আজ তাই
তোমাকে আর একাগ্র রাখে না।
তোমার দুচোখেই কি ধূলো পড়েছে?
অথবা জমেছে বুকের ভিতর নষ্ট স্বপ্ন?
কেন তবে তোমার রং চটা আকাশটা
নেয় না কালো মেঘ রচনার দায়?
এতগুলো দীর্ঘ সময় অতিক্রম করলো
সম্পর্কের কত সমুদ্র-অরণ্য-পাহাড় !
তবু কেন মনে হয় না তোমার
আমি আজও চাই আমার সমগ্র সত্তার মাঝে তুমি থাকো।