আমি বৃষ্টি জলে সাজিয়েছিলেম
প্রেমের অভিধান ,
তুমি আসবে বলে গেয়েছিলেম
শ্রাবণ দিনের গান ।
মেঘে মেঘে উড়ো চিঠি
কালচে নীলে খাম -
পৌঁছবে বলে তোমার দিঠি
দিলেম অবিরাম ।
দৃষ্টি রেখায় বৃষ্টি আমার
হচ্ছে অবসান ,
মেঘের পরে শুনতে কি পাও
আমার আহবান ?
তুমি আসবে বলে গেয়েছিলেম
শ্রাবণ দিনের গান।
স্বপ্নের ফেরিওয়ালা September 18, 2019 7,190
চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি February 24, 2019 3,595
একলা আমি ॥ এসপিএস শুভ February 10, 2019 4,474
স্বপ্নকাব্য - এসপিএস শুভ January 16, 2019 4,398
যদি তুমি চাও December 9, 2018 5,057
দোলনচাঁপার মায়াটান December 2, 2018 2,628
ভালোবাসার রাজপুত্র November 19, 2018 4,904
আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি October 6, 2019 5,106
ছেলেবেলা ॥ এসপিএস শুভ April 23, 2019 7,023
হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ April 13, 2019 5,560