এক সমুদ্র কষ্ট - জসিম উদ্দিন জয়

কষ্টের কবিতা August 31, 2016 6,873
এক সমুদ্র কষ্ট - জসিম উদ্দিন জয়

মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে,

কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে,

বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে।

তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?

অচেনা পৃথিবীর নির্মম বাস্তবতায় এসে

তীব্র খরতাপের সুর্য্য¯স্নানের বেলা শেষে

ভালোমন্দের দন্দ-ছন্দের আবেগে মিশে

সরল মনটি ঠকেছে মানুষকে ভালোবেসে।

পৃথিবীটা সুন্দর সুন্দর তার আকাশ,

মানুষগুলো জটিল সরলতার নেই প্রকাশ,

মিথ্যের আভিজাত্য বিন্দু থেকে বিকাশ,

কষ্টগুলো আসবেই করবে সরলতার সর্বনাশ।