চন্দ্রের স্নিগ্ধতা - মনোয়ার মোকাররম

ভালবাসার কবিতা August 31, 2016 4,606
চন্দ্রের স্নিগ্ধতা - মনোয়ার মোকাররম

বিভ্রমে ছিলাম

বিভ্রমে ছিল মন

সূর্যের তীব্রতায় পুড়েছি বহুকাল

কতদিন ঘুমাইনি শান্তির ঘুম

জীবনের অনেকটা গিয়েছে কেটে

এলোমেলো নিরুদ্দেশ হেটে

অবশেষে পেয়েছি তোমার ময়ুরাক্ষীর মত চোখ

এবার তবে চন্দ্রগ্রহনের দিন শেষ হোক

চাঁদের মতো তোমার স্নিগ্ধতা মাখবো গাঁয়

মোহ নয়, ভালোবাসার বিমূর্ত তীব্রতায়।


সূর্যকে চলে যেতে বলি তবে?

তুমি কি আমার স্নিগ্ধতার চন্দ্র হবে?