আমি হাত ছুঁয়ে আছি তোমার - মনিরা বাকী

ভালবাসার কবিতা August 19, 2016 3,183
আমি হাত ছুঁয়ে আছি তোমার - মনিরা বাকী

আমি হাত ছুঁয়ে আছি তোমার


লিখেছেন - মনিরা বাকী



কলমটা ধরে থাকে হাত পরম মমতা নিয়ে,

যখন একে একে সব চলে যায় দৃষ্টি সীমার বাইরে

কলমটা সাথে থেকে যায় ।

জানে না সে উচ্ছিষ্টের মতো ছুড়ে ফেলে দিতে;

খুব বেশি কাছে টানার প্রক্রিয়াও নেই জানা,

জানে না কি করে মানে অভিমানে ভুলাতে হয়

তবু আর সবাই যখন ছেড়ে চলে যায়;

চারপাশে বেজে ওঠে তীব্র বিষাদ নিনাদ;

শুধু সেই ছুঁয়ে থাকে এ হাত ।

পরম মমতা নিয়ে বলে তুমি এগোও-

আমি হাত ছুঁয়ে আছি তোমার ।।