আমি ও আমার সুখ - শাওন

কষ্টের কবিতা August 5, 2016 7,591
আমি ও আমার সুখ - শাওন

"আমি ও আমার সুখ"

____________ শাওন



সেদিন প্রভাত ফেরীতে তোমার সাথে দেখা

সেদিন দেখেছিলাম তোমার হাসি মাখা মুখ।

শুনেছিলাম তোমার কথার গাঁথুনী।

তারপর অনেকটা পথ তোমার সাথে হাঁটলাম

ঘুরলাম, কথা বললাম ঘন্টার পর ঘন্টা।


এখন তোমাকে দেখিনা আগের অবয়বে

যেন শূণ্যতা ঘিরেছে তোমায়,

এখন তোমার মুখে আর হাসি ফুটেনা।

বিষন্ন লাগে তোমায় সারাটি ক্ষণ।


আজ সেদিনের কথা ভেবে

অশ্রু সিক্ত আখি,

এখন তুমি আর প্রভাভ ফেরীতে আসোনা

আমিও এখন আজ যাই না প্রভাত ফেরীতে।


আজ যেন সব কিছু এলোমেলো মনে হয়

যেন কিছুই আগের মতো নেই,

এখন আর কারো উপর রাগ অভিমান হয়না,

এখন যেন ভাল লাগা বলতে কিছুই নেই।


সুখেন নিশান উড়ে ছিল হৃদয় আকাশে

সে সময় দিনগুলো ভাল কেটে ছিল।

আমার আকাশে সুখের পতাকা শোভা পায়না

তাই তো সেদিন প্রবল বাতাসে

ছিড়ে গেছে সেই সুখের নিশানটি।