তুমি এবং আমি

ভালবাসার কবিতা July 31, 2016 3,833
তুমি এবং আমি

তুমি এবং আমি


তুমি নদী, আমি মরু

আমি ঘাস, তুমি গরু ।


আমি চা, তুমি কাপ

তুমি মা, আমি বাপ।


তুমি কবিতা, আমি কবি

আমি ভাই, তুমি ভাবী।


তুমি ছুরি , আমি কাঁচি

আমি চাচা, তুমি চাচী ।




তুমি চুড়ি, আমি মালা

আমি খালু, তুমি খালা।


আমি কাপড়, তুমি জামা

তুমি মামী, আমি মামা।


আমি মিষ্টি, তুমি ছানা

তুমি নানী, আমি নানা।

.

আমি আশা, তুমি ভালোবাসা