সেইন্ট ভালেন্টিনা প্রসঙ্গ - শুভ্র

ভালবাসার কবিতা July 27, 2016 1,739
সেইন্ট ভালেন্টিনা প্রসঙ্গ - শুভ্র

কতদুরে তুমি?

জানতে চাইলাম আকাশের কাছে

বলল সে, তার নীলের থেকেও তুমি দুরে


তোমার কন্ঠ শুনতে গেলাম

রাতের গহীন বনে, বলল সে

জানা যাবে তা বনলতার বিগলিত সুরে


আগুনের কাছে প্রশ্ন আমার

কেমন তোমার বুকের জ্বালা

নীরব লেলিহানে জানালো সে

সাগরের লোনা পরিচয়ে

আছে সে অভিশাপ


কালবৈশাখীর কাছে জানতে চেয়েছি

তোমার হাহুতাশ বা দীর্ঘশ্বাসের স্বরূপ

শোনালো আমাকে সে ভিসুভিয়াসে পোড়া

পম্পের ভস্ম বিলাপ|