চল না রোদ্দুরে ভিজি

ভালবাসার কবিতা July 27, 2016 2,255
চল না রোদ্দুরে ভিজি

চল না রোদ্দুরে ভিজি,

তোর যখন বৃষ্টিতে আপত্তি,

এখানে আর শ্যাওলা জমবে না,

কিসে কি বিপত্তি ?

শাড়ির আঁচলে নিংড়ে যাবে ?

পাবি কোন লজ্জা ?

ধুর বোকা, যেথায় আমি,

সেটাই তো তোর সজ্জা ?