“কষ্ট” - রেদোয়ান মাসুদ

কষ্টের কবিতা July 20, 2016 8,324
“কষ্ট”  - রেদোয়ান মাসুদ

“কষ্ট”

_ রেদোয়ান মাসুদ


আমাকে কষ্ট দিতে চাও?

দাও!

আমি কষ্ট নিতেই এসছি।

আমাকে কাঁদাতে চাও?

কাঁদাও!

আমি কাঁদতেই এসেছি।

আমাকে হারাতে চাও?

হারাও!

আমি হারতেই এসেছি।

আমাকে সাগরে ভাসাতে চাও?

ভাসাও!

আমি ভাসতেই এসেছি।

আমাকে পোড়াতে চাও?

পোড়াও!

আমি পুড়তেই এসছি।

আমাকে বুকে টেনে নাও

নিবে না?

আমি সবকিছু সয়েই এসছি।