তোমার দুটি চোখে

ভালবাসার কবিতা July 20, 2016 4,130
তোমার দুটি চোখে

আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকব,

ছায়ার মতন তোমার পাশে

তোমার কাছে থাকব|


ফুল হয়ে গন্ধ দেব

সুর হয়ে ছন্দ দেব,

পথিক হয়ে পথ দেখাব

সূর্য হয়ে আলো দেব,

মনের ভেতর ঘর বানিয়ে

সেখানে তোমাকে আমি রাখব|


রাত হয়ে ঘুম পাড়াবো

দিন হয়ে জাগিয়ে দেব,

রঙধনু হয়ে আমি তোমায়

এ রঙ রাঙিয়ে দেব,

তোমার সুখের জন্যে আমি

জীবন বিলিয়ে দিতে পারব|


আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকব.......।।