আমি তোমার দুটি চোখে
দুটি তারা হয়ে থাকব,
ছায়ার মতন তোমার পাশে
তোমার কাছে থাকব|
ফুল হয়ে গন্ধ দেব
সুর হয়ে ছন্দ দেব,
পথিক হয়ে পথ দেখাব
সূর্য হয়ে আলো দেব,
মনের ভেতর ঘর বানিয়ে
সেখানে তোমাকে আমি রাখব|
রাত হয়ে ঘুম পাড়াবো
দিন হয়ে জাগিয়ে দেব,
রঙধনু হয়ে আমি তোমায়
এ রঙ রাঙিয়ে দেব,
তোমার সুখের জন্যে আমি
জীবন বিলিয়ে দিতে পারব|
আমি তোমার দুটি চোখে
দুটি তারা হয়ে থাকব.......।।
স্বপ্নের ফেরিওয়ালা September 18, 2019 7,190
চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি February 24, 2019 3,595
একলা আমি ॥ এসপিএস শুভ February 10, 2019 4,474
স্বপ্নকাব্য - এসপিএস শুভ January 16, 2019 4,398
যদি তুমি চাও December 9, 2018 5,057
দোলনচাঁপার মায়াটান December 2, 2018 2,628
ভালোবাসার রাজপুত্র November 19, 2018 4,904
আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি October 6, 2019 5,106
ছেলেবেলা ॥ এসপিএস শুভ April 23, 2019 7,023
হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ April 13, 2019 5,560