আমি না হয় দুঃখ নিয়েই বাঁচি,
তুই সুখে থাক, তোর পৃথিবী আলোয় ভরে যাক
আমি না হয় আধারেই ডুবে থাকি।
তোর স্বপ্নগুলো সত্যি হয়ে যাক
তুই চিরদিন উৎসবে মেতে থাক
তোর উঠোনে খেলে যাক লক্ষ তারার হাসি
আমি না হয় চিরটাকাল চোখের জলেই ভাসি।
Login | Sign Up |
আমি না হয় দুঃখ নিয়েই বাঁচি,
তুই সুখে থাক, তোর পৃথিবী আলোয় ভরে যাক
আমি না হয় আধারেই ডুবে থাকি।
তোর স্বপ্নগুলো সত্যি হয়ে যাক
তুই চিরদিন উৎসবে মেতে থাক
তোর উঠোনে খেলে যাক লক্ষ তারার হাসি
আমি না হয় চিরটাকাল চোখের জলেই ভাসি।