ভালবাসি খুব বেশী

ভালবাসার কবিতা June 4, 2016 5,482
ভালবাসি খুব বেশী

লিখেছেনঃ আবুল বাশার শেখ


পায়রা বদ নীতিমালার আবদ্ধ সীমায়

দু’টি অসীম চোখের তারা জল জল,

সত্য বলা কথা খুব বেশী ভালবাসি

দেখতে চাই শেষ ফল।


পান্তা ভাত শুকনা মরিচ

হন্ত দন্ত খাওয়া দাওয়া,

দিনের আলোয় আলোকিত

মনের মানুষ হয়তো পাওয়া।


একটি মনের ছোট্ট আশা

স্বপ্ন বড় রঙ লাগা,

মিষ্টি প্রেমের কবিতা লিখে

রাত গভীরের রাত জাগা।


চোখের ভেতরে চোখ রাখ

কাছে আরো কাছে,

ভালবাসি খুব বেশী

এ কথার কি শেষ আছে