ফুল - গোল্ডেনরড (Solidago spp)

পুষ্প কথন May 22, 2016 2,183
ফুল - গোল্ডেনরড (Solidago spp)

ফুলের নাম- গোল্ডেনরড


বৈজ্ঞানিক নাম- Solidago spp.

পরিবার- Asteraceae


১২০ থেকে ১৪০ টি প্রজাতির Solidago গণের উদ্ভিদগুলো আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অধিকাংশ দেশেই বিস্তৃত। হলুদ ফুলের এই গোল্ডেনরড ফুল আমাদের দেশের ফুলের দোকানগুলোতেও দেখা যায়।

গোল্ডেনরডের কচি পাতা ও বীজ খাওয়া যায়। হার্বাল চা এর উপকরণ হিসেবেও এর ব্যবহার আছে। কোনো কোনো জায়গায় গোল্ডেনরড ফুলকে মনে করা হয় সৌভাগ্যের ও সুন্দর ভবিষ্যতের প্রতীক। আবার যখন ইউরোপে এই ফুল গার্ডেন প্ল্যান্ট এর স্বীকৃতি পায় তখন উত্তর আমেরিকার অনেক দেশে এটি আগাছা হিসেবে পরিচিত। সে যাই হোক, মৌমাছি-প্রজাপতিদের কিন্তু এই ফুল, পাতা খুব প্রিয়।


বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন এই গাছ নিয়ে গবেষণা করেছিলেন। তিনি ৩.৭ মি. এর গাছ থেকে ১২% রাবার সংগ্রহ করেছিলেন। তার মডেল টি গাড়িটি যা তার বন্ধু হেনরী ফোর্ড তাকে উপহার দিয়েছিল, সেই গাড়ির টায়ার তৈরিতে ব্যবহৃত হয়েছিল গোল্ডেনরড গাছের রাবার।