ফুল পরিচিতি - প্যান্সি (Viola tricolor hortensis)

পুষ্প কথন January 17, 2017 11,464
ফুল পরিচিতি - প্যান্সি (Viola tricolor hortensis)

ফুলের নাম- প্যান্সি/Pansy


বৈজ্ঞানিক নাম - Viola tricolor hortensis


প্যান্সি ফুল Violaceae পরিবারের একটি উদ্ভিদ।


প্যান্সি শীতের সবচাইতে সুন্দর ফুল। রসালো ভারী পাতার কিনারায় নকশা করা। সবুজ পাতার ওপর রংবেরঙের ফুল প্রজাপতির মতো দেখায়। ফুলের ওপরের দিকে থাকে দুটি পাপড়ি আর নিচের দিকে তিনটি।


নিচের পাপড়ি তিনটির আবার দুটির গড়ন এক রকম। বাকিটির রঙের মিশ্রণ ভিন্ন রকম। সুন্দর প্যান্সি দেখা যাবে কার্জন হলের বাগানে।


ফুলগুলি বিভিন্ন রং এর পাওয়া যায়। টবে, বাগানের বেড করে লাগানো করা যায়। এর প্রচুর হাইব্রিড প্রজাতি রয়েছে। প্যান্সি এতুটাই জনপ্রিয় ফুল যে বাগানবিলাসীদের কাছে এটি ৪০০ এরও বেশী নামে পরিচিত।


অন্যান্য নামের মধ্যে Viola, Pansy, Pansy Violet, heartsease, love in idleness, flower of Jove, Johnny Jump Up নাম গুলো উল্লেখযোগ্য।


তথ্যসূত্র- ইন্টারনেট