দোপাটিও চমৎকার একটি ফুল। এর ইংরেজি নাম Touch me not। বৈজ্ঞানিক নাম Impatiens blasmina। ফুলগুলো একক অথবা জোড়া হয়। গোলাপি, লাল, বেগুনি, লাইলাক, আকাশি, নীল, সাদাসহ আরো কয়েক রঙের ফুল হয়।
দোপাটির অনেকগুলো জাত রয়েছে। এই ফুলটি শুধু বর্ষা নয়, গ্রীষ্মকালেও ফোটে। মে-জুন মাসে লাগালে বর্ষায় ফুল পাওয়া যায়। দোপাটিও টবে লাগানো যায়।
সেজন্য বামন জাতের দোপাটিগুলো বেশি ভালো। হাইব্রিড কিছু দোপাটি ইনডোর প্ল্যান্ট হিসেবে ঘরের ভেতরেও রাখা সম্ভব।
তথ্যসূত্রঃ ইন্টারনেট