ফুলের নাম- হাসনাহেনা/হাস্নাহেনা
বৈজ্ঞানিক নাম- Cestrum nocturnum
পরিবার- Solanaceae
অন্যান্য নাম- রাত কি রাণী(হিন্দি), night-blooming cestrum, lady of the night, queen of the night, night-blooming jasmine।
হাসনাহেনা সাদামাটা ফুল, তবু কিছুতেই এড়ানো যাবে না এমনই গন্ধের জোয়ার। যেখানেই ফুটুক, জানান সে দেবেই। ওয়েস্ট ইন্ডিজের প্রজাতি। লতানো ধরণের ঝোপাল গাছ। ডালের গায়ে অজস্র সাদা সাদা তিল থাকে, এদের নাম ল্যান্টিসেল। পাতা লম্বাটে, ১৪.৪*৩-৪ সেমি, মসৃণ। বছরে কয়েকবার ফুল, গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। পাতার গোড়া বা ডালের আগায় ফুলের ছোট ছোট থোকা, সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়। সাদাটে ফুল নলাকার, ২ সেমি লম্বা, ৫ পাপড়ি। ফল গোল, সাদা। কলমে চাষ।
অন্য প্রজাতি- Cestrum diurnum
Cestrum diurnum বুনো প্রজাতি, বাংলাদেশেও জন্মে। গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতান নয়। ফুলের গন্ধও কম, দিনের বেলা ফোটে।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা~দ্বিজেন শর্মা
ছবি- নেট