ফুলের নাম- স্টার্ট’স ডেজার্ট পি (Sturt’s desert pea)
বৈজ্ঞানিক নাম- Swainsona Formosa(Syn. Clianthus formosus)
পরিবার- Fabaceae
অন্যান্য নাম- Showy Donia, Beautiful Donia, Dampier’s clianth, Dampier’s Clianthus, Sturt’s pea, Sturt pea, Captain Sturt’s desert pea, Desert pea, Sturt’s desert pea, Glory flower, Glory pea, Sturt’s glory pea, Lobster claws, Blood flower, Dampier’s glory pea, Australian glory pea, Dampier pea
এরা নিজ জন্মস্থান অস্ট্রেলিয়ায় বুনোফুল হিসেবে সুপরিচিত আর আমাদের দেশি বাগানে নতুন বিদেশি ফুল। বিদেশি বুনোফুল হলেও এদের অবজ্ঞা করার কিন্তু কোনো সুযোগ নেই। লাল-কমলা রঙের ফুলগুলো দেখতে অন্যরকম সুন্দর। গাছের পাতা ধূসর-সবুজ, রোমশ। গাছ সাধারণত নতশায়ী, ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুল প্রায় ৯সেমি পর্যন্ত লম্বা, থোকা করে ফোটে। শীমের মতো ফল প্রায় ৫ সেমি লম্বা হয়।
ছবি- নেট