ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের কদর বিশ্বজুড়ে। স্মার্ট এই ডিভাইসটি দিয়ে ৩৬০ ডিগ্রি ভিডিও কিংবা ভিআর গেম উপভোগ করা যায়। ভিআর হেডসেটে স্মার্টফোন সংযু্ক্ত করে ভার্চুয়াল জগতে অবগাহন করার সুযোগ রয়েছে। আর তাইতো ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাধ্যমে ভিআর উপভোগ করার জন্য এসব ডিভাইসে ডিআর রেডি করে তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিক নতুন একটি ভিআর হেডসেট আনলো তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। মডের ভিভো প্রো।
যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে এইচটিসি তাদের নতুন এই ভিভো প্রো প্রদর্শন করে।
এটি এইচটিসির লেটেস্ট ভার্সান ভাইভ প্রো। ভাইভ প্রো-এর রেসোলিউশান ২৮৮০x ১৬০০ পিক্সেল। ফলে এটি দিয়ে আপনি আপনি থ্রি কে রেজিউলেশনের গেম খেলতে পারবেন এই ডিভাইসে। এছাড়াও এই ডিভাইসে আছে ৬১৫ পিপিআই ওলিড ডিসপ্লে।
ডিভাইসটির দাম এখনো প্রকাশ করেনি এইচটিসি। শিগগিরই এটি বাজারে বিক্রি করা হবে।