কম দামে ডিএসএলআর আনলো ক্যানন

গ্যাজেট রিভিউ April 15, 2018 3,656
কম দামে ডিএসএলআর আনলো ক্যানন

কম দামে নতুন একটি ডিএসএলআর ক্যামেরা আনলো ক্যানন। মডেল ক্যানন ইওএস এম৫০। এটি একটি মিররলেস ক্যামেরা। এতে উন্নত ডুয়েল পিক্সেল সিমস অটোফোকাস ব্যবহার করা হয়েছে।


গত শুক্রবার ক্যামেরাটি ভারতের বাজারে অবমু্ক্ত করে ক্যানন ইন্ডিয়া। দেশটিতে ইওএস এম৫০ বিক্রি হচ্ছে ৬১ হাজার ৯৯৫ রুপিতে।


ক্যাননের নতুন মডেলের ক্যামেরাটিতে রয়েছে ডিজিক এইট ইমেজ প্রসেসর। এটি দিয়ে ফোরজি রেজুলেশনে মুভি শুটিং করা যাবে।


হালকা-পাতলা ওজনের এই ক্যামেরাটিতে রয়েছে ২৪.১ মেগাপিক্সেলের এপিএস-সি সাইজড সিমস সেন্সর। ফলে অল্প আলোতেও এই ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তোলা যাবে।


ক্যামেরাটিতে আছে ২.৩৬ মিলিয়ন ডট সমৃদ্ধ ইলেকট্রোনিক ভিউ ফাইন্ডার। এতে টাচ প্যানেল সংযুক্ত করা হয়েছে। এর আইএসও রেঞ্জ ২৫৬০০ থেকে ৫১২০০।


প্রফেশনাল ক্যামেরার মত এতে বেশ কিছু মোড রয়েছে। ক্যামেরাটির সঙ্গে সিঙ্গেল কিট সংযুক্ত করা আছে।