লিমিটেড এডিশনের একটি স্মার্টওয়াচ এনেছে জাপানের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান কেসি। মডেল ডাব্লিউএসড-এফ২০এসসি। এটি ওয়্যারেবল অপারেটিং সিস্টেম চালিত।
অ্যাডভেঞ্চার ডিজাইনে তৈরি কেসিওর নতুন স্মার্টওয়াচটির দাম বেশ চড়া। ডাব্লিউএসড-এফ২০এসসি মডেলের স্মার্টওয়াচটি ৭০০ ইউনিট তৈরি করেছে কেসিও। এর মূল্য ৫০০ ডলার। যা একটি আইফোন এক্স’র চেয়েও বেশি।
স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩২ ইঞ্চির ডুয়েল লেয়ার টাচস্ক্রিন। ক্রিস্টাল লেয়ার আর আয়ন-প্লেটেট বাটন ওয়াচটিকে করেছে আকর্ষণীয়।
ডিভাইসটি পানিরোধী। এর রিয়ার প্যানেল স্টেইনলেস স্টিলের তৈরি।
বিশেষ ফিচার হিসেবে এতে আছে জিপিএস, ব্লুটুথ এবং ওয়াইফাই। এটি অ্যানড্রয়েড ওয়্যার ২.০ অপারেটিং সিস্টেম চালিত।