চড়া দামের নতুন একটি ডিএসএলআর ক্যামেরা আনলো ফুজিফিল্ম। মডেল ফুজিফিল্ম জিএফএক্স ৫০ এস। এটি ফ্লাগশিপ ঘরানার প্রফেশনাল ক্যামেরা। এতে ‘ফুজিনন জিএফ’ সিরিজের লেন্স ব্যবহার করা হয়েছে।
কালার ক্রম ইফেক্টস সমৃদ্ধ ক্যামেরাটিতে কালার কন্ট্রোলের বিশেষ সুবিধা আছে।
জাপানের এই ইমেজিং টেকনোলজি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের নতুন ক্যামেরাটিতে ৫১.৪ মেগাপিক্সেলের সিমস ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে জি মাইন্ট লেন্স সংযোজন করা হয়েছে। উন্নত মানের ছবি তোলা ও ছবি প্রক্রিয়া করার জন্য রয়েছে এক্স-প্রসেসন প্রো ইমেজ প্রসেসিং ইঞ্জিন।
ক্যামেরাটিতে ৩.৬৯ এম-ডট অর্গানিক ইএল ইলেকট্রোনিক ভিউফাইন্ডার এবং ২.৩৬ এম-ডট টাচস্ক্রিন এলসিডি ব্যাকপ্যানেল।
ক্যামেরাটির দাম ৫ লাখ ১১ হাজার ৯৯৯ রুপি।