বিলাসবহুল নতুন একটি স্মার্টওয়াচ এনেছে হাবলট নামের একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। ওয়ার ওস চালিত এই স্মার্টওয়াচটি হাবলটের প্রথম স্মার্টওয়াচ। ফিফার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ডিভাইসটি বাজারে আনা হয়েছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এটি অবমুক্ত করা হয়েছে।
হাবলট জানিয়েছে, তারা বিশেষ এডিশনের এই স্মার্টওয়াচটি মাত্র ২০১৮ পিস তৈরি করেছে। এটি ফিফা ওয়ার্ল্ড কাপের স্মারক। তাই এটি চড়া দাম দিয়ে কিনতে হবে।
বিলাসবহুল ওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান হিসাবে হাবলটের খ্যাতি বিশ্বজোড়া। হাবলটের নতুন স্মার্টওয়াচটিতে মূল্যবান ধাতু টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে।
এই ওয়াচটির বিশেষত্ব হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন সকল ম্যাচের লাইভ আপডেট জানিয়ে দেবে ওয়াচটি।
৪৯ মিলিমিটারের ওয়াচটিতে অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৪০০x ৪০০ পিক্সেল। এটি পানিরোধী। ৫ মিটার গভীর পানিতেও এটি সচল থাকবে। একবার ডিভাইসটি চার্জ দিলে সারাদিন চলবে।
স্মার্টওয়াচটির দাম ৫২০০ ডলার।