বিখ্যাত অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো নতুন একটি অ্যাকশন ক্যামেরা বাজারে ছাড়লো। সাশ্রয়ী দামের এই ক্যামেরার মডেল হিরো স্পোর্টস সিএইচডিএইচবি-৫০১-আরডব্লিউ। এটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে। দাম ১৮ হাজার ৯৯০ রুপি।
ক্যামেরাটিতে ১০ মেগাপিক্সেলের সিমস সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি ওয়াটারপ্রুপ অ্যাকশন ক্যামেরা। ১০ মিটার গভীর পানিতেও এই ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।
ওয়াইড ভিউ অ্যাপারচার সমৃদ্ধ ক্যামেরাটিতে ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ভয়েস কন্ট্রোল ফিচার।
অ্যাকশন ক্যামেরাটি দিয়ে ফোরকে ভিডিও করা যাবে। এটি প্রতি সেকেন্ডে ৬০ টি ফ্রেম ধারণ করত সক্ষম। এর আইএসও রেঞ্জ ১০০-১৬০০। এতে ৪.৯৫ সেন্টিমিটার টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৩২০x৪৮০ পিক্সেল।
ক্যামেরাটিতে ৪ জিবি বিল্টইন মেমোরি আছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।