সস্তায় অসাধারণ একটি পেনড্রাইভ বাজারে আনল অ্যাপসার

গ্যাজেট রিভিউ December 7, 2017 3,463
সস্তায় অসাধারণ একটি পেনড্রাইভ বাজারে আনল অ্যাপসার

পেন-ড্রাইভ অন্যতম দরকারি জিনিসগুলির মধ্যে একটি। কম-বেশি সবারই প্রায় দরকার পড়ে। আর সে কথা মাথায় রেখে অ্যাপসারের নতুন মডেলের একটি পেনড্রাইভ বাজারে আসল। অ্যাপাসার এএইচ ৩৫৩ মডেলের ফ্ল্যাশ ড্রাইভটি কেবল পরিবেশবান্ধবই নয়, ধারণ ক্ষমতার দিক দিয়েও অনন্য। এর দ্রুত ডেটা বিনিময় গতি এবং লাইফটাইম ওয়ারেন্টি পেনড্রাইভটি ব্যবহারের মজাকে আরও বাড়িয়ে তুলবে। এটি পাওয়া যাচ্ছে সোনালি ও কালো রঙে। ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইট ধারণ ক্ষমতার পেনড্রাইভটির ওজন মাত্র ৮ গ্রাম। লিনাক্স, উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করে এটি। দাম যথাক্রমে ৭০০, ১ হাজার ১০০ এবং ২ হাজার ৫০০ টাকা। তাহলে আর কি!! হঠাত পেন-ড্রাইভের দরকার পড়লে অবশ্যই আপনার প্রথম পছন্দ হতে পারে অ্যাপসার।