অ্যাকশন ক্যামেরা আনলো কেসিও

গ্যাজেট রিভিউ November 23, 2017 2,846
অ্যাকশন ক্যামেরা আনলো কেসিও

নতুন মডেলের অ্যাকশন ক্যামেরা আনলো কেসিও। ক্যামেরাটির মডেল আই জিজেডই-১। এর আগেও কেসিও অ্যাকশন ক্যামেরা বাজারে ছেড়েছিল। প্রতিষ্ঠানটির অ্যাকশন ক্যামেরার কদর রয়েছে।


কেসিও জানিয়েছে তাদের নতুন অ্যাকশন ক্যামেরা ও শক ও ওয়াটার প্রুফ। এছাড়াও এটি ধুলোবালি প্রতিরোধী। এমনকি এটি ড্রপ টেস্টেও উতরে গেছে।


শক্তপোক্ত এই ক্যামেরাটি এক্সট্রিম টেম্পেরেচারেও কাজ করবে। এতে আছে ১/২.৩ সিমস সেন্সর। এর অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি ভিডিও এবং ৬ মেগাপিক্সেল মানের স্টিল পিকচার পাওয়া যাবে।


ক্যামেরাটিতে আছে থ্রি অ্যাক্সিস মুভি ইমেজ স্টাবিলাইজার। এটি দিয়ে স্লো মোশনের ভিডিও করা যাবে। এছাড়াও এতে কন্টিনিউয়াস শট নেয়া যাবে। ডিভাইসটিতে স্টোরিও মাইক্রোফোন রয়েছে। যার সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েস ক্যানসেল করা যাবে।


এত সব ফিচার সমৃদ্ধ ক্যামেরাটির দাম জাপানের বাজারে ৪৬০০০ ইয়েন।