যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রোনিক্স প্রতিষ্ঠান মিসফিট নতুন একটি স্মার্টওয়াচ বাজারে ছাড়ছে। ভেপর সিরিজেও এই অ্যানড্রয়েড ওয়াচটির মডেল মিসফিট ভেপর ২.০। ৩১ অক্টোবর থেকে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।
মিসফিটের ভেপর ওয়াচের মূল্য ১৯৯.৯৯ ডলার। এতে আছে ১.৩৯ ইঞ্চির গোলাকার অ্যামোলিড টাচস্ক্রিন। এতে ৪ জিবি স্টোরেজ রয়েছে। এর টাচসেনসেটিভ বেজেলের সাহায্যে সহজেই সার্ফিং করা যাবে। এতে ইন্টারনেট ব্রাউজের সুযোগ আছে।
মিসফিট জানিয়েছে, তাদের নতুন এই ওয়াচটি ৫০ মিটার পানির নিচেও সচল থাকবে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ওয়্যারেবল ২১০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
বেশ কয়েকটি রঙে স্মার্টওয়াচটি পাওয়া যাবে।