শাওমির নতুন স্পিকার

গ্যাজেট রিভিউ September 28, 2017 1,813
শাওমির নতুন স্পিকার

চীনের জনপ্রিয় তথ্যপ্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নতুন একটি স্পিকার এনেছে। মডেল বেসিক টু। এটি মূলত মি সিরিজের ব্লুটুথ স্পিকার। ডিভাইসটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ২ হাজার ৬৯৯ রুপি।


এর আগে শাওমির মি সিরিজের প্রথম স্পিকার বাজারে ছাড়ে। এটি তাদের দ্বিতীয় ব্লুটুথ স্পিকার। আগের মডেলের সঙ্গে মিল রেখে এটাকে ডিজাইন করা হয়েছে। তবে আগের মডেলের চেয়ে কিছুটা পাতলা। প্রথম মডেলটিতে পাওয়ার বাটন ছিল স্পিকারটির পাশে। নতুন মডেলে পাওয়ার বাটন স্পিকারের উপরে স্থাপন করা হয়েছে।


স্পিকারটির পুরুত্ব ১৫৪.৫x৬০x২৫.৫ মিলিমিটার। এটি মেটাল বডির তৈরি। এতে ব্লুটুথ ভার্সন ৪.২ ব্যবহার করা হয়েছে। ফলে দ্রুত গতিতে ও শক্তিশালীভাবে অন্যান্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারে। এর মাধ্যমে যেকোনো ফোনে কান্টেক্ট করে গান শোনা যাবে।


স্পিকারটির রেঞ্চ ১০ মিটার। একবার ব্যাটারিতে সর্ম্পূণ চার্জ দিলে এটি ৪০% ভলিউমে ১০ ঘণ্টা একটানা গান বাজানো যাবে। এর ইম্পিডেন্স ৩০ ওহম। ফিকোয়েন্সি রেঞ্জ ১০০ হার্জ থেকে ১৮ কিলোহার্জ।


এতে মাইক্রোইউএসবি পোর্ট রয়েছে।