নতুন একটি পাওয়ার ব্যাংক আনলো চীনের প্রযুক্তিপণ্য নির্মতা প্রতিষ্ঠান মেইজু। মডেল মেইজু এম২০। এই পাওয়ার ব্যাংকটিতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এই পাওয়ার ব্যাংকটিতে ফার্স্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে টু ওয়ে পাওয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
নতুন পাওয়ার ব্যাংকটিতে ১৯ ওয়াটের ইনপুট ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা।
পাওয়ার ব্যাংকটির ঠিক ওপরে এর পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার ইন্ডিকেটরের জন্য এতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।
জিওনি দাবি করছে তাদের নতুন এই পাওয়ার ব্যাংকটি দ্রুত গতিতে ফোনে চার্জ দিলেও এটি খুব বেশি গরম হবে না।
ডিভাইসটির মূল্য ২৫ ডলার।