নতুন একটি হেডফোন অবমুক্ত করলো টেক জায়ান্ট অ্যাপল। মডেল ইওরবিটস থ্রি। মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল ইভেন্টে নতুন তিন আইফোনের সঙ্গে হেডফোনটিও উন্মুক্ত করা হয়।
লাইটনিং কানেক্টর সমৃদ্ধ হেডফোনটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে। এই হেডফোনটি নতুন আইফোন এইট, এইট প্লাস এবং আইফোন এক্স(টেন)এর সঙ্গে দেয়া হবে। এছাড়াও এটি আলাদাভাবেও বিক্রি হবে।
ফাইন টিউনড অ্যাকুস্টিক ডিজাইনে হেডফোনটি তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি রঙে হোডফোনটি পাওয়া যাবে। মূল্য ৯৯.৯ ডলার।