টেক জায়ান্ট অ্যাপল গতকাল যুক্তরাষ্ট্রের অ্যাপল পার্কে এক ইভেন্টে নতুন তিনটি আইফোন অবমুক্ত করে। এসময় প্রতিষ্ঠান একটি স্মার্টওয়াচও অবমুক্ত করে। এটি হলো অ্যাপল ওয়াচ সিরিজ থ্রি। এছাড়াও অ্যাপল টিভি ফোরকে উন্মুক্ত করা হয়।
অ্যাপলের নতুন স্মার্টওয়াচটি আগের সব স্মার্টওয়াচকে ছাপিয়ে যাবে। এতে যোগ করা হয়েছে অত্যাধুনিক সব ফিচার। ওয়াচটিতে ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করে।
১৫ সেপ্টেম্বর থেকে ডিভাইসটি কেনার জন্য প্রি-অর্ডার নেয়া শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে এটি পাওয়া যাবে।
ওয়াচটি ফোন হিসেবেও ব্যবহার করা যাবে। এটি দিয়ে কল আদান-প্রদানের পাশাপাশি ক্ষুদে বার্তা চালাচালি করা যাবে। এছাড়াও এর বিল্টইন জিপিএস দিয়ে লোকেশন জানা যাবে। আইফোনের সহযোগী ডিভাইস হিসেবে এটি কাজ করবে।
ডিভাইসটি উইচ্যাটের মত অ্যাপ ব্যবহারের সুযোগ আছে। এটি দিয়ে গান শোনা ও রেডিও শোনা যাবে। এছাড়াও এতে অ্যাপলের ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট সমর্থন করে।
অ্যাপল ওয়াচ থ্রিতে আছে ডুয়েল কোর প্রসেসর। যা আগের প্রসেসরের চেয়ে ৭০ গুণ বেশি শক্তিশালী।