জাপানের ক্যামেরা ও ক্যামেরা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিফিল্ম নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে। মডেল ফুজিফিল্ম এক্স-ইথ্রি। এই ক্যামেরাটিতে ২৪.৩ মেগাপিক্সেল ব্যবহার কো হয়েছে। এটি দিয়ে ফোরকে মানের ভিডিও চিত্র ধারণ করা যাবে।
ক্যামেরাটিতে আছে ৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। ক্যামেরাটি ফুজির এক্স-ই টুর উন্নত সংস্করণ। মধ্যম ঘরনার এই ক্যামেরাটিতে মিররলেস লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ছোট আকারের ইলেট্রোনিক ভিউ ফাইন্ডার রয়েছে।
ডিভাইসটিতে ২৪.৩ মেগাপিক্সেলের এক্স ট্রান্স থ্রি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ক্যামেরাটির লেন্সে মাউন্টে ফ্রন্ট ও রিয়ার হুইল এবং জয়স্টিকের কন্ট্রোলার রয়েছে। যা দিয়ে সাবজেক্টকে ফোকাস করা যাবে। অটো মোডের পাশাপাশি বিভিন্ন ফিচার সমৃদ্ধ মেন্যুয়াল মোড রয়েছে।
ক্যামেরাটিতে মাইক্রোফোন রয়েছে। কিন্তু কোনো হেডফোন ব্যবহারের সুযোগ নেই। তবে এইচডি এমআই পোর্টের মাধ্যমে ভিডিও আউটপুট দেয়া যাবে। ক্যামেরাটিতে ৩২৫ পয়েন্ট অটোফোকাস সিস্টেম রয়েছে।
কানেকটিভিটির জন্য ক্যামেরাটিতে ব্লটুথ ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটির শুধু বডির মূল্য ৯০০ ডলার। ১৮-৫৫ মিলিমিটার লেন্স সমৃদ্ধ বডির দাম ১৩০০ ডলার।