উন্মোচনের দুই সপ্তাহ পরই বাজারে এসেছে মাইক্রোসফটের নতুন কিবোর্ড। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং চীনে মাইক্রোসফট স্টোর-এ কিবোর্ডটি পাওয়া যাচ্ছে। তবে এটি কবে নাগাদ সরা বিশ্বের বাজারে আনা হবে তা জানায়নি মাইক্রোসফট। নতুন এই কিবোর্ডয়ের দাম ১২৯.৯৯ মার্কিন ডলার।
টাইপিংকে ‘ঝামেলা মুক্ত’ করতে এই কিবোর্ডের অল্টার আর কনট্রোল কি-এর মাঝখানে একটি লুকানো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। সারফেইস মডেলগুলোর নকশার সাথে মিলে যায় এমন পরবর্তী প্রজন্মের উইন্ডোজ ১০ ইনপুট ডিভাইস আনার অংশ হিসেবে এই কিবোর্ড ও একটি মাউস উন্মোচন করবে মাইক্রোসফট, এমনটাই ধারণা করা হচ্ছিল।
অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি কিবোর্ডটি ভারী ও ‘ভার্চুয়ালি অক্ষয়’ বলে মাইক্রোসফটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এটি তার বা ব্লুটুথ দুই মাধ্যমেই ব্যবহার করা যাবে।
একটি রিচার্জএবল ব্যাটারিও আছে কিবোর্ডটিতে। একবার পূর্ণ চার্জে চার মাস চলবে কিবোর্ডটি। উইন্ডোজ ৮-১০, উইন্ডোজ ১০ ফোন, অ্যান্ড্রয়েড ও ম্যাকওএস-এর সাথে ব্যবহার করা যাবে এই কিবোর্ড।