স্যামসাং আনছে নতুন স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ August 13, 2017 1,278
স্যামসাং আনছে নতুন স্মার্টওয়াচ

শিগগিরই বাজারে আসছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ। মডেল ফিটবিট২ প্রো। স্যামসাংয়ের নতুন প্রজন্মের এই ওয়াচটি গিয়ার ফিট ২ এবং গিয়ার এস ৩ এর মিলিত ডিজাইনে তৈরি করা হবে। ওয়াচটি ফিটনেস ট্রেকিং ফিচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।


ওয়াচটি তৈরির জন্য ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ছাড়পত্র সংগ্রহ করেছে স্যামাসং। এসএম-আর৩৬৫ মডেলে তৈরি হওয়া নতুন এই ডিভাইসটি টাইজেন অপারেটিং সিস্টেমে চলবে। টাইজেন পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের জন্য স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম। ।


ডিভাইসটি ব্লুটুথ ও ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভি থাকছে। স্যামসাং দাবি করছে তাদের নতুন এই স্মার্টওয়াচটি হবে অর্ধেক ফিটনেস ট্রেকার আর অর্ধেক স্মার্টওয়াচ।


স্যামসাং চাইছে তাদের নতুন ফিটনেস ট্রেকারটি বাজারে এনে অ্যাপল ও ফিটবিটকে টেক্কা দিতে।


ওয়াচটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে স্যামসাং কিছু জানায়নি।