উইলিয়ামস গিলস বসিস্টো একজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ৩১ বছরে এসেও বসিস্টোর নামের পাশে স্বীকৃত টি-২০ মাত্র ১২টি। ১৪টি লিস্ট ‘এ’ এবং ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলে খেললেও সিনিয়র পর্যায়ে আলোয় আসার মতো কিছু করতে পারেননি তিনি। কিন্তু বিপিএলের আগে কোথাও তিনি ভালো খেলেননি।
এই বসিস্টোকে এবারের বিপিএলে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। আগের ১১ টি-২০’র ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৩৬। কোন ফরম্যাটেই তার গড় রান ৩০ ছোঁয়নি। ওই বসিস্টো বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ক্যারিয়ার সেরা ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন। আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন অজি এই ব্যাটার।
বসিস্টো খুলনার ডেরায় যোগ দেওয়ার পেছনে অবদান আছে অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মিচেল মার্শ এবং ইমরুল কায়েসের। ম্যাচ শেষে খুলনার কোচ তালহা জুবায়ের গণমাধ্যমকে জানান, ইমরুল কায়েসের কাছে বসিস্টোর জন্য সুপারিশ করেন অজি অল-রাউন্ডার মিচেল মার্শ। এরপর ইমরুল বসিস্টোর ভিডিও কোচের কাছে পাঠালে তিনি রাজি হয়ে যান।
বসিস্টোর নেতৃত্বে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া। সেই দলের ট্রাভিস হেড, ক্যামেরন ব্যানক্রফট, অ্যাশটন অ্যাগার, অ্যাশটন টার্নার, কার্টিস প্যাটারসনরা আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন। কিন্তু বসিস্টো হারিয়ে গেছেন ধীরে ধীরে। ঘরোয়া ক্রিকেটে ভালো করতে না পারায় দল পাচ্ছিলেন না। এছাড়া পারিবারিক ঝামেলা, সন্তানের অসুস্থতা মিলিয়ে তিনি আড়ালে চলে যান।
ইমরুল কায়েস এখন অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা। ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং শিখছেন। অজি ক্রিকেটারদের সঙ্গে তার ভালোই খাতির আছে। তালহা জুবায়েরও লক্ষ্য করেন. বসিস্টোর তেমন কোনো আর্থিক চাহিদা নেই। তিনি শুধু খেলার সুযোগ চান, নিজেকে প্রমাণ করতে চান। এরপরই তালহা ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের কাছে বসিস্টোর জন্য সুপারিশ করেন। অভিষেক ম্যাচে যেন সেটারই প্রতিদান দিলেন বসিস্টো।