![এবার রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন তামিম](https://bdup24.com/thumb.php?src=media/2025/02/bdup24-12401c7cd993a9a0ad39d0fb95e46877.png&w=144&h=96)
![আউট বিতর্কে সৈকতের বিরুদ্ধে যা বললেন বিসিসিআই সহ-সভাপতি](https://bdup24.com/media/2024/12/bdup24-dbbf3bafc4beb2cbc144dc3644b06a34.jpg)
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের লড়াইয়ের শেষ আশাটুকুও শেষ হয়ে যায় যশস্বী জয়সওয়াল উইকেটের পেছনে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার পর। ভারতীয় তরুণ ওপেনারকে আউটের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে রাতারাতি তুমুল চর্চায় ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। যাকে অনেকে চেনে সৈকত নামেও।
জয়সওয়ালের আউটের পক্ষে বিপক্ষে নানা বক্তব্য পাওয়া যাচ্ছে। খোদ ভারতেরই কেউ কেউ টিভি আম্পায়ারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকে আবার ভুল দেখছেন। একাংশের দাবি, ভারতীয় ওপেনারকে আউট দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। আবার একাংশের মতে এক্ষেত্রে আম্পায়ার নিজের মতামত দিতেই পারেন। এবার এই বিতর্কে মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। এ বিষয়ে তরুণ ব্যাটারের পাশেই দাঁড়ালেন তিনি।
যশস্বীর আউট নিয়ে এক্স হ্যান্ডেলে থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজীব শুক্লা। তিনি লেখেন, ‘এটা একদম স্পষ্ট যে যশস্বী জয়সওয়াল আউট ছিল না। প্রযুক্তি যা দেখাচ্ছিল, তা ধরেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল থার্ড আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে নাকচ করার ক্ষেত্রে পর্যাপ্ত কারণ দরকার।’
ঘটনার সূত্রপাত বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে ভারতীয় ইনিংসের ৭১তম ওভারে। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার তখনো দরকার ৪ উইকেট। ভারতের ২০০ রান। পঞ্চম দিনের ২০ ওভারের মতো খেলা বাকি। জয়ের হিসাবটা বাদ দিলে বলা চলে ড্রয়ের জন্যই তখন খেলছিল সফরকারীরা।
এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। বল জমা পড়ে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। সঙ্গে সঙ্গেই ক্যাচের আবেদন জানায় অস্ট্রেলিয়া। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে।
রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান। কিন্তু স্নিকোগ্রাফে পরিবর্তন আসেনি। তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি। ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তে হতাশ জয়সওয়াল মাঠেই আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝাড়েন। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলছিলেন তিনি।
‘তারা এটা নিয়ে যা খুশি তাইই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা (বল) তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছে।’ – যশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউটের পর এভাবেই ধারাভাষ্য থেকে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
শুধু পন্টিং না, জয়সওয়ালের আউটের পর শরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেলও। অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং পার্টনার চ্যানেল সেভেনের সঙ্গে আলাপে তিনি বলেছেন সঠিক সিদ্ধান্তই দিয়েছেন তৃতীয় আম্পায়ার। সাবেক অজি ক্রিকেটার সাইমন ক্যাটিচ আউটের সিদ্ধান্তে সমর্থন জানালেও প্রশ্ন তুলেছেন স্নিকো মিটারের ব্যবহার উপযোগিতা নিয়ে।
সূত্রঃ ঢাকা পোস্ট
![এবার রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন তামিম](https://bdup24.com/thumb.php?src=media/2025/02/bdup24-12401c7cd993a9a0ad39d0fb95e46877.png&w=144&h=96)
![বিপিএলের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় দেখে নিন](https://bdup24.com/thumb.php?src=media/2025/01/bdup24-03d7a479a808f3c2207e08831c076a9f.jpg&w=144&h=96)
![চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললো বিসিবি](https://bdup24.com/thumb.php?src=media/2025/01/bdup24-8151e798626954476aaef8187de472de.jpg&w=144&h=96)
![জাতীয় দলে ফেরার বিষয়ে আফ্রিদিকে যা বললেন তামিম](https://bdup24.com/thumb.php?src=media/2025/01/bdup24-d6358b87ac150b52b5d5d8d2a3848bf5.jpg&w=144&h=96)
![চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক শান্ত](https://bdup24.com/thumb.php?src=media/2025/01/bdup24-340725bb595c51a6af7a948340fc20b1.png&w=144&h=96)
![এবার বিপিএলে ৭ উইকেট নিয়ে তাসকিনের বিশ্বরেকর্ড](https://bdup24.com/thumb.php?src=media/2025/01/bdup24-ae0e955c7e7a46260c8def4322ed885f.jpg&w=144&h=96)
![তামিমের বরিশালকে হারিয়ে রংপুরের হ্যাটট্রিক জয়](https://bdup24.com/thumb.php?src=media/2025/01/bdup24-47b935241fec410e1681a390dacc60eb.jpg&w=144&h=96)
![এবার বিশাল অঙ্কের বিনিয়োগে নতুন ব্যবসা শুরু করলেন মেসি](https://bdup24.com/thumb.php?src=media/2025/01/bdup24-b126077dfb834357300d8b15b6f42bb0.png&w=144&h=96)
![জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করল আর্জেন্টিনা](https://bdup24.com/thumb.php?src=media/2024/06/bdup24-1b12b960e32d56ec997faccfaf6d9db3.jpg&w=144&h=96)
![মেসি-মার্টিনেজে গুয়েতেমালাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা](https://bdup24.com/thumb.php?src=media/2024/06/bdup24-2231ce445671cad4c1b6a9d2382a30f6.png&w=144&h=96)