স্যামসাংয়ের স্মার্ট হেডফোন

গ্যাজেট রিভিউ August 11, 2017 1,543
স্যামসাংয়ের স্মার্ট হেডফোন

নতুন একটি ব্লুটুথ হেডফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ডিভাইসটির মডেল ই ফ্লেক্স। এটি ভাঁজকরা যায়। ১০০ ডিগ্রি অ্যাঙ্গেলে এটি ভাঁজ করার সুযোগ রয়েছে। এটি বিক্সবি বাটন রয়েছে। ফলে কণ্ঠস্বরের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে।


ইয়ারফোনটিতে টু ওয়ে স্পিকার ব্যবহার করা হয়েছে। এতে ১১ মিলিমিটার ওয়েফার এবং ৮ মিলিমিটার টুইটার আছে। ডিভাইসটিতে ভালো মানের শব্দ পাওয়া যাবে।


স্যামসাং তাদের নতুন ই ইয়ারফোনটি সম্পর্কে বলছে, ‘এতে সুরেলা শব্দ পাওয়া যাবে’।


কিন্তু হালনাগাদ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়া ফোনের সঙ্গে হেডফোনটিকে সিঙ্ক করা যাবে না। অ্যানড্রয়েড ৭.০ কিংবা তার চেয়ে আপডেট অপারেটিং সিস্টেমে এটি চলবে।


হেডফোনটি ফোনের সঙ্গে সিঙ্ক করে কল আদান-প্রদান করা যাবে। ফোনে কল আসলে হেডফোনটি কম্পনের মাধ্যমে জানান দেবে। এতে ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।


এতে আছে পাওয়ার বাটন, ভলিউম রকার এবং মাইক্রো ইএসবি পোর্ট। এটি স্প্লাশ প্রুফ।


ব্লুটুথটি হেডফোনটির দাম এখনো জানায়নি স্যামসাং।