পোরশে ডিজাইনে এলো হুয়াওয়ের স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ July 25, 2017 961
পোরশে ডিজাইনে এলো হুয়াওয়ের স্মার্টওয়াচ

পোরশে ডিজাইনে এলো হুয়াওয়ের ওয়াচ ২। এই ওয়াচটি এবছরের ফেব্রুয়ারিতে বাজারে আসে। এবার এলো এর পোরশে ডিজাইনে তৈরি ওয়াচ। ওয়াচটির মডেল ৯২৫ ডলার।


নতুন এই ওয়াচটি ট্যাকিমেটাল বেজেলে তৈরি। এটি স্ট্যান্ডার্ড ভার্সনের চেয়ে দেখতে আলাদা।


এটি অ্যানড্রয়েড ওয়ার ২.০ অপারেটিং সিস্টেম চালিত। ওয়াচটিতে ১.৪ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে আছে ৪২ মিলিমিটারের টাইমপিস। ওয়াচটিতে টাচ সেনসেটিভ অ্যামোলিড ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ৪০০×৪০০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৮৬ পিপিআই।


এতে বিল্টইন হার্ট রেট সেন্সর আছে। এতে ৬ এক্সিস মোশন সেন্সর রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়াচটির পাওয়া যাচ্ছে।