বিঙ্গো টেকনোলজিস বাজারে আনলো নতুন ফিটনেস ট্রেকার। এগুলো হলো এফ ওয়ান এবং এফ টু। ভারতের বাজারে ব্যান্ড দুইটির দাম যথাক্রমে ১৪৯৯ এবং ১৬৯৯ রুপিতে।
এই ফিটনেস ট্রেকার দুইটির বিশেষত্ব হচ্ছে এতে হার্টরেট সেন্সর রয়েছে। এছাড়াও এতে ওএলইডি ডিসপ্লে রয়েছে। বেশ কয়েকটি রঙে এগুলো পাওয়া যাবে।
বিঙ্গোর ব্যান্ডগুলো অ্যানড্রয়েড কিংবা আইওএস ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে পেয়ার করা যাবে। এগুলো পানিরোধী।
বিঙ্গো এফ ওয়ান ও এফ টু ডিভাইসটিতে ০.৭১ ওলিড ডিসপ্লে রয়েছে। এতে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফিটনেট ট্রেকারটিতে বিশেষ ফিচার হিসেবে আছে স্লিপ মনিটর, ইনকামিং কল নোটিফিকেশন, ক্যালোরিস বার্নস রেকডিং, হার্ট রেট এবং পেডোমিটার।