ফুলের নামঃ পুন্নাগ
অন্যান্য নামঃ সুলতান চাঁপা, Beauty Leaf, Alexandrian laurel।
বৈজ্ঞানিক নামঃ Calophyllum inophyllum
বর্গ: Malpighiales
পরিবার: Clusiaceae
উপপরিবার: Kielmeyeroideae
গোত্র: Calophylleae
গণ: Calophyllum
এটি একটি চির সবুজ বৃক্ষ। ভারত থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন দেশ ও দ্বীপের প্রজাতি। বাংলাদেশের উপকুল ও চট্টগ্রামের বনে হয়ত আছে। পুন্নাগ সুশ্রী, চিরসবুজ গাছ, লম্বাটে গড়ন, ১২ মিটার পর্যন্ত উচু। পাতা ৮-১৬*৬-১০, ঝলমলে সবুজ, আগা গোল। স্থানানুসারে ফুল ফোটে গ্রীষ্মের শেষ, বর্ষা বা শীতে, পাতার কোলে ১০-১৫ সেমি লম্বা শাখায়িত মঞ্জুরীতে ছোট ছোট সুগন্ধি সাদা ফুল দুই ধরণের(পুং ফুল ও উভলিঙ্গ)। ৪ গুচ্ছের পুংকেশর হলুদ রঙের। ফল শাঁসাল, গোলাকার, ৩-৪ সেমি চওড়া, হলুদ।""