চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন দুই ফিটনেস ট্রেকার বাজারে ছেড়েছে। এগুলো হলো ব্যান্ড ২ এবং ব্যান্ড ২ প্রো। ব্যান্ড দুইটি নীল, কালো এবং লাল রঙে পাওয়া যাবে।
হুয়াওয়ে ব্যান্ড ২ এবং ব্যান্ড ২ প্রো ডিভাইসটিতে আছে ২৪x৭ হার্ট রেট মনিটরিং। এগুলো পানিরোধী। এতে এটিএম ওয়াটার প্রুফিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ৫০ মিটার গভীর পানিতে এগুলো সচল থাকবে।
পিএমওলিড ডিসপ্লে সম্বলিত এই ফিটনেস ব্যান্ডগুলো যেকোনো অ্যানড্রয়েড ফোনের সঙ্গে পেয়ার করা যাবে।
ব্যান্ড ২ প্রো ডিভাইসটিতে আছে বিল্টইন ইন জিপিএস এবং স্পোর্টস কোচ ফিচার।