অবশেষে বাজারে এলো ১৬ লেন্সের ক্যামেরা। গত কয়েক বছর ধরে এই ক্যামেরা নিয়ে আলোচনা চলছিল। ডিএসএলআর ক্যামেরাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাজারে এলো এই দুর্দান্ত ক্যামেরা। ক্যামেরাটি তৈরি করেছে লাইট নামের ফটোগ্রাফি ভিত্তিক নতুন একটি প্রতিষ্ঠান। এটি মূলত মাল্টি অ্যাপারচার কমপিউটেশনাল ক্যামেরা। উদ্ভাবনকারীরা এটির নাম দিয়েছে এল ১৬।
ক্যামেরাটি দেখতে নেক্সাস ৬ ফোনটির মতই। দুটো নেক্সাস ফোন এক করলে ক্যামেরাটির আয়তন পাবে।
ক্যামেরাটির বিশেষত্ব হলো এটি একসঙ্গে ১৬ টি লেন্স ওপেন হয়। অথাৎ ছবি তোলার সময় ১৬ টি লেন্সই একই সঙ্গে শার্টার রিলিজ করে ছবি তোলে। এরপর লাইট কোম্পানির উদ্ভাবিত প্রযুক্তি অনুযায়ী ১৬ টি ক্যামেরার ছবি একসঙ্গে জুড়ে ৫২ মেগাপিক্সেল মানের ছবি তৈরি হয়।
ক্যামেরাটিতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। এতে বিল্টইন ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে। ফলে ক্যামেরাটি থেকেই ছবি অন্য ডিভাইসে নেয়া যাবে। কিংবা সোশ্যালে ছবিগুলো শেয়ার করা যাবে।
ক্যামেরাটিতে আছে ২৫ এমএম-১৫০ অপটিক্যাল জুম। এতে ৫ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে।
ডিসএসএলআর ক্যামেরার চেয়ে ভালো মানের ছবি এটি থেকে পাওয়া যাবে। এজন্য খরচও করতে হবে অনেক। ক্যামেরাটির মূল্য ১ হাজার ২৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১ লাখ টাকারও বেশি।
১৮ মাস আগে ক্যামেরাটি কেনার জন্য যারা প্রি-অর্ডার করেছিলেন তারা এখন এটি হাতে পাচ্ছেন।