অস্ট্রিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিডার টেলিলিঙ্ক ভারতের বাজারে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন একটি স্মার্টওয়াচ অবমুক্ত করেছে। এটির মডেল ওয়াচটু পে। ভারতের বাজারে স্মার্টওয়াচটির মূল্য ২ হাজার ৯৯৯ রুপি।
ওয়াচটি সিম ব্যবহার সুযোগ আছে। এছাড়াও এটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযু্ক্ত হয়ে কল-আদান প্রদান করতে সক্ষম।
বেশ কয়েকটি মডেলে ওয়াচগুলো বাজারে পাওয়া যাবে।
দেখতে আকর্ষণীয় এই ওয়াচ চামড়ার স্টাইপ এবং চেইনে কব্জিতে ব্যবহার করা যাবে। এই ওয়াচটিতে বেশ কিছু অতিরিক্ত ফিচার যোগ করা হয়েছে। এটি অটোমোটিক ফেয়ার কালেকশনেও কাজ করবে।