ফুলের নাম - মরিচা
বৈজ্ঞানিক নাম- Asclepias curassavica
পরিবার- Asclepiadaceae
অন্যান্য নাম- কাকটুরী, বনকার্পাস, Blood flower, Mexican Butterfly Weed
মরিচা বাংলাদেশের বুনো ফুল। চিরসবুজ খাড়া কান্ডের বহুবর্ষজীবী ছোট গুল্মের গাছ। সাধারণত ১ মিটার পর্যন্ত উচু হতে পারে। গাছের গোড়া থেকেই প্রচুর ডালপালা জন্মায়। পত্র সবৃন্তক, পত্রবৃন্ত দেড় সেমি লম্বা, পত্রফলক ১০-১২ সেমি, সুস্পষ্টভাবে বল্লমাকার,দুদিকে ক্রমান্বয়ে সরু, পাতা ঝিল্লিময় এবং মসৃণ। পাতা বিপ্রতিপ ও কাঁচা সবুজ রঙের। বিক্ষিপ্ত পুষ্পমঞ্জুরীতে ৮ থেকে ১০ টি ফুল থাকে। মঞ্জুরীদন্ড প্রায় সাত সেমি উঁচু। পৃথিবীর বিভিন্ন উষ্ণমন্ডলীয় দেশে প্রজাপতির খাবার কিংবা বাগান অলংকরণের জন্য এই গাছ লাগানো হয়। গাছের মূল এবং পাতার রস ঔষধি গুণসম্পন্ন।""