ফুলের নাম - ফুরুস
বৈজ্ঞানিক নাম- Lagerstroemia indica
পরিবার- Lythraceae
অন্যান্য নাম- Crape myrtle, Crepe myrtle
চীনের প্রজাতি। প্রায় ৪ মি পর্যন্ত উচু হতে পারে। শক্ত, ডালপালাভরা, ঝোপালো পত্রমোচী গাছ। কান্ড বাদামী, মসৃণ। পাতার বিন্যাস একান্তর বা ঘূর্ণিত(৩ টি পাতা), ডিম্বাকার, ৩.৫-৬ সেমি লম্বা মসৃণ।
বর্ষায় ডালের আগায় ছোট ছোট ফুলের বড় বড় থোকা, না রঙের ফুল- সাদা, গোলাপী, লাল, বেগুনী। ফুল ৩ সেমি চওড়া , পাপড়ি ৬, কুঁকড়ানো। কলম ও শিকড় থেকে গজানো চারার মাধ্যমে বংশবিস্তার। বসন্তে ছেটে দিলে নতুন ডালে প্রচুর ফুল ফোটে।"""