নিকনের পকেট ডিএসএলআর ক্যামেরা

গ্যাজেট রিভিউ June 1, 2017 1,348
নিকনের পকেট ডিএসএলআর ক্যামেরা

তাইল্যান্ডের বিখ্যাত ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান নিকন নতুন একটি ক্যামেরা উন্মুক্ত করেছে। এটি কুলপিক্স সিরিজের। মডেল কুলপিক্স ডব্লিউ৩০০।


শক্তপোক্ত এই ক্যামেরাটিতে নিক্কর লেন্স ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটির দাম এখনো জানা যায়নি। মধ্য জুনে এটি বাজারে আসবে। তখন এর দাম নির্ধারণ করা হবে।


এই ক্যামেরাটি পানিরোধী। ৩০ মিটার গভীর পানিতেও এটি সচল থাকবে। অন্যদিকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি ছবি তুলতে সক্ষম। এটি ধুলোবালি প্রতিরোধী।


ক্যামেরাটিতে ১৬ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে ফোরকে আল্ট্রা এইচডি রেজুলেশনে ভিডিও ধারণ করা যাবে। এটি প্রতি সেকেন্ডে ৩০ টি ফ্রেম ধারণ করা যাবে।


নাইকনের নতুন ক্যামেরায় ফাইভ এক্স অপটিক্যাল জুম রয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.৮। এতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।


এছাড়াও ক্যামেরাটিতে ১২০ মিলিমিটার টেলিফটো লেন্স রয়েছে। ক্যামেরাটিতে ডায়নামিক ফাইন জুম রয়েছে। যেটি ১০ এক্স ইফেক্সটিভ জুম হিসেবে কাজ করবে।


সিমস সেন্সর সম্বলিত এই ক্যামেরাটিতে ভাইব্রেশন রিডাকশন ফিচার ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটি পকেট সিএসএলআর হিসেবে কাজ করবে।