নতুন গ্রাফিকস কার্ড

গ্যাজেট রিভিউ May 30, 2017 863
নতুন গ্রাফিকস কার্ড

দেশের বাজারে পাওয়া যাচ্ছে এফক্স ব্র্যান্ডের জিফোর্স জিটিএক্স ১০৫০ পিসিআই এক্সপ্রেস গ্রাফিকস কার্ড। ২ গিগাবাইটের ভিডিও মেমোরি।


কার্ডটিতে ১টি ডিভিআই, একটি এইচডিএমআই ও একটি ডিসপ্লে পোর্ট রয়েছে। দেশে এই গ্রাফিকস কার্ড বাজারজাত করছে কম্পিউটার সিটি টেকনোলজিস। দাম ১৩ হাজার টাকা।